‘আমি জানতাম না মুখোশের নীচে মোদীর আসল মুখটা ঠিক কী রকম!’ ভোট মরশুমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলে এবার এমন মন্তব্যই করলেন দিল্লীর কংগ্রেস প্রার্থী তথা অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। প্রসঙ্গত, ২০১৪-র লোকসভায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ ভালই সম্পর্ক ছিল বিজেন্দ্রর। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের প্রশংসা থেকে শুরু করে একসঙ্গে দুজনে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া, সব কিছুই করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু সময় পাল্টেছে। এবং তাতেই মোদীর আসল রূপ তিনি দেখে ফেলেছেন বলেই দাবি করেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার।
সোমবার দিল্লীর কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেন্দ্রর নাম। তারপরেই মোদীর বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ওঁর সম্পর্ক ভালই ছিল। ২০১৬ তে প্রথম পেশাদারি বক্সিংয়ে জেতার পর উনি আমাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। ওঁর সঙ্গে আমার ছবিও আছে। কিন্তু আমি বুঝতে পারিনি মুখোশের নীচে আসল মুখটা ঠিক কী রকম!’ বিজেন্দ্র আরও বলেন, ‘২০১৪-র নির্বাচনী প্রচারে মোদী বলেছিলেন, ১৫ থেকে ২০ লক্ষ করে টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমার কাছে এখনও সেই ইউটিউব ভিডিও আছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। গরিব মানুষ এটা বিশ্বাস করেই ওঁকে ভোট দিয়েছিলেন। কিন্তু উনি ওঁর প্রতিশ্রুতি রাখতে পারেননি।’
উল্লেখ্য, ২০১৪ নির্বাচনী প্রচারে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন তিনি। ফলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ঢুকে যাবে। কিন্তু ভোটে জেতার পরে বিজেপি সভাপতি অমিত শাহ সংবাদমাধ্যমের সামনে বলেন, ওই প্রতিশ্রুতি জুমলা ছিল। এই বিষয় নিয়েই মোদীকে বিঁধলেন বিজেন্দ্র। তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কারণও খোলসা করে বলেন ভারতীয় বক্সিংয়ের মুখ। তিনি বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি, চিন্তা-ভাবনা, আদর্শ সবকিছু কংগ্রেসের সঙ্গে মেলে। কংগ্রেসের একটা ভবিষ্যৎ চিন্তা আছে, পরিকল্পনা আছে। দলে শিক্ষিত লোক আর ভাল নেতা আছেন। তাঁরা ভবিষ্যতের কথা বলেন, উন্নত দেশের কথা বলেন। আমিও তাই তাঁদের সঙ্গে দেশের ভালো করতে চাই।’