এশীয় কুস্তিতে আবার সাফল্য ভারতের। ৬৫ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরিতে সোনা পেলেন বজরং পুনিয়া। তিনিই এখন তাঁর কাজ ক্যাটাগরিতে বিশ্বসেরা। ফাইনাল ম্যাচে তিনি পরাস্ত করেছেন কাজাখস্থানের সায়েতবেক ওকাসভকে। পুনিয়ার পক্ষে স্কোর ১২-৭।
শুধু তাই নয়। ৯৭ কেজি ক্যাটাগরিতেও এসেছে দুটি পদক। রুপো ও ব্রোঞ্জ। এই বিভাগে ভারতীয় কুস্তিগীর প্রবীণ রানা যেতেন রুপো এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন সত্যব্রত কাদিয়ান।
এশীয় কুস্তিতে এই সাফল্য ভারতীয়দের কাছে আনন্দের সংবাদ। খুশি ক্রীড়াবিদরা।