মোহনবাগান দল থেকে সব বিদেশিকেই বিদায় জানাচ্ছে। সনি নর্দেকেও দলে রাখেনি মোহনবাগান। বিদেশিদের দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। চুক্তির টাকা মিটিয়ে তাদের বলে দেওয়া হবে, নতুন বিদেশি কোচ চাইলেই তাদের ফের ডাকা হবে। হেনরি কিসেক্কা এবং ওমর আল হুসেইনিকে আইলিগ শেষ হওয়ার পরই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ডার্বি না খেলা ইউতা কিনওয়াকিকেও লালকার্ড দেখিয়ে রাখা হয়েছে। সূত্রের খবর, দিপান্দা ডিকা, কিংসলে ওবুমেনেমেকেও নতুন ক্লাব খুঁজে নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। প্রায় দেড় কোটি টাকা নিয়ে সনিও কিছু করতে পারেননি।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আই লিগেই খেলবে মোহনবাগান। ঠিক হয়েছে কোচ নিবার্চন করেই ফুটবলার নেওয়া হবে। বিদেশি ফুটবলার বাছার দায়িত্ব দেওয়া হবে কোচকেই। কোচ হিসাবে মোহনবাগানের প্রথম পছন্দ রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসন। মোহনবাগানের বর্তমান দলের মাত্র দু’জন ফুটবলারের সঙ্গে দু’বছরের চুক্তি আছে। এঁরা হলেন শিল্টন পাল ও মহম্মদ আজহারউদ্দিন। তবে কর্তারা ঠিক করেছেন, বকেয়া মাইনে দিয়ে প্রথমে বিদেশিদের ছেড়ে দেওয়া হবে। তারপর স্থানীয় ফুটবলারদের বেতন দিয়ে দেওয়া হবে। কর্তারা ধরেই নিয়েছেন, অরিজিৎ বাগুই, সৌরভ দাশের মতো দু’একজন হয়তো আইএসএলের দলে ডাক পেয়ে চলে যেতে পারেন। বর্তমান মরশুমের তিন বিদেশির সঙ্গে ইতিমধ্যেই এটিকের চুক্তি হয়ে গিয়েছে। ঠিক আছে, বাকি তিন বিদেশি বাছার দায়িত্ব দেওয়া হবে এটিকের নতুন বিদেশি কোচের উপর।