‘আচ্ছে দিনে’ নয়া আয়কর রিটার্নে বিপাকে পড়েছেন করদাতারা। আসলে নতুন রিটার্ন ফর্মে সংশ্লিষ্ট করদাতাকে তাঁর যাবতীয় বিনিয়োগ তথ্য দিতে হবে। শুধু তাই নয়, শেয়ার বাজার তালিকাভুক্ত নয় এমন কোনও সংস্থায় ডিরেক্টর পদে আসীন থাকলে তার তথ্যও দিতে হবে। ফলে, শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন সংস্থাগুলিতে করদাতাদের লগ্নি সম্পর্কে আয়কর দফতর বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করায় বিপাকে পড়ে সেই লগ্নি বিক্রি শুরু করেছেন লগ্নিকারীরা।
এমনই এক সংস্থায় কয়েক বছর আগে লগ্নি করে তার পরিচালন পর্ষদে ঠাঁই পেয়েছিলেন কলকাতার এক ব্যবসায়ী। এখন তিনি সেই শেয়ার বিক্রি করতে চাইছেন। শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তির এ ধরনের লগ্নি রয়েছে তাঁদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভবিষ্যতে কর সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই ভয়ে অনেকেই সংস্থাগুলিতে তাঁদের লগ্নি বিক্রি করা শুরু করেছে। অবস্থা এমনই যে, রিটার্ন জমা দেওয়ার আগে সংস্থার ডিরেক্টর পদ ছাড়ার দৌড়ও শুরু হয়েছে বলে কর বিশেষজ্ঞরা জানিয়েছেন। কর আধিকারিকরা সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে কোনও অসঙ্গতি পেলে তদন্ত শুরু করতে পারে এই ভয়েই শেয়ার বিক্রি এবং পদত্যাগ করা হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান।
কর উপদেষ্টা সংস্থা কেপিবি অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর পার্টনার পারাস সাভলার কথায়, ‘যে ভাবে দেশে ও বিদেশের বেসরকারি সংস্থাগুলিতে থাকা অংশিদারীত্বের বিবরণ রিটার্ন ফর্মে চাওয়া হয়েছে, তাতে সেই তথ্য ভবিষ্যতে রেজিস্ট্রার অফ কোম্পানিজের বা অন্য কোনও দফতরের তথ্যের সঙ্গে যাচাই করে দেখা হতে পারে।’ করদাতাদের প্রয়োজনীয় তথ্য জোগাড় করে একত্র করা এবং তা আয়কর রিটার্ন দাখিলের সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তা না হলে জরিমানার মুখে পড়তে তো হবেই, তার সঙ্গে কালো টাকা আইনের মতো অন্য আইনের গেড়োয় পড়তে হতে পারে, সাবধান করে দিয়েছেন পারাস।
মোদী জমানায় আয়কর দফতরের নির্দেশিকা অনুযায়ী, গত অর্থবর্ষের জন্যও এ ধরনের তথ্য দিতে হবে। কিন্তু, অধিকাংশ লগ্নিকারীই তাঁদের শেয়ার বিক্রি করে দেওয়া এবং সংস্থার উঁচু পদ থেকে ইস্তফা দেওয়াই শ্রেয় মনে করছেন। তাঁদের ধারণা এর ফলে কর দফতর আর জমা দেওয়া তথ্য খতিয়ে দেখবে না। কিন্তু, কর আধিকারিকরা চাইলে সেই তথ্য জোগাড় করতে পারেন। এ প্রসঙ্গে এক আইনজীবী বলেন, ‘পানামা এবং প্যারাডাইস পেপার্স থেকে পাওয়া তথ্যে এমন কিছু ব্যক্তির নাম পাওয়া গিয়েছিল যাঁদের নাম শুধুমাত্র সংস্থার ডিরেক্টরের তালিকায় ছিল। তাঁরা সংশ্লিষ্ট সংস্থা থেকে কী ধরনের সুবিধা পেয়েছেন তা জানতে চাওয়া হয়। এ বার সে ধরনের তথ্য নিজের থেকেই আয়কর দফতরের কাছে যদি জমা দেওয়া হয় তা হলে কি ঘটতে পারে একবার ভাবুন।’