৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি বিশ্বকাপ। চলবে ১৪ জুলাই পর্যন্ত। ভারত ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। এবার দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।
সাম্প্রতিক অফ ফর্মের কারণে প্রথমে অনিশ্চিত থাকলেও শেষমেস দলে জায়গা পেয়েছেন ওপেনার হাসিম আমলা। তবে ফাফ ডু’প্লেসির নেতৃত্বাধীন প্রোটিয়া ব্রিগেডে স্থান হয়নি প্রতিশ্রুতিমান রেজা হেনড্রিকস ও ক্রিস মরিসের। এছাড়া জোহানেসবার্গে বৃহস্পতিবার ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড একপ্রকার চমকহীন।
ওয়ান ডে’তে প্রায় আট হাজার রানের মালিক আমলা গত বছর থেকেই খুব একটা ভালো ফর্মে নেই। তাই প্রশ্ন উঠেছিল, ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গী কে হবেন— রেজা হেনড্রিকস, নাকি আমলা? শেষ পর্যন্ত হেনড্রিকসকে টপকে লন্ডনগামী বিমানের টিকিট পেয়েছেন ৩৬ বছর বয়সী তারকা ব্যাটসম্যানটি। আরেক ব্যাটসম্যান এইডেন মার্করামের ফর্ম নিয়েও প্রশ্ন ছিল। শেষ ১৭টি ইনিংসে মাত্র একটি হাফ-সেঞ্চুরি পাওয়া মার্করামকেও বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। কাঁধের চোট সারিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার জেপি ডুমিনিরও।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে দু’জন লেগ স্পিনারকে রাখা হয়েছে। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা ইমরান তাহিরের সঙ্গে রাখা হয়েছে তাবরিজ শামসিকে। পেস আক্রমণে রয়েছেন ডেল স্টেইন, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি ও অ্যানরিচ নর্জে। তাঁদের সঙ্গে থাকছেন দু’জন পেস অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াহ ও ডোয়েইন প্রিটোরিয়াস। বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে দলে আছেন শুধুমাত্র কুইন্টন ডি’কক। তিনি চোট পেলে বিকল্প হিসেবে ডেভিড মিলারকে উইকেটের পেছনে কাজে লাগাতে পারবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
তবে ঘোষিত দলের ১৫ সদস্যের মধ্যে ৮ জনেরই অতীতে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। অর্থাত্, ডু প্লেসির নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপই তাঁদের অভিষেক মঞ্চ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ডু প্লেসি (অধিনায়ক), হাসিম আমলা, আইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেভিড মুলার, ডেল স্টেইন, জেপি ডুমিনি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, কাগিসো রাবাডা, আন্দিল ফেলুকওয়ায়ো, লঙ্গি এনগিডি, আনরিক নরসে, র্যাসি ভন ডার ডুসেন ও দ্বৈন প্রেটোরিয়াস।