‘এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে’ বিবেক দুবের সুরেই সুর মেলালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। বিক্ষিপ্ত কিছু জয়গায় অশান্তির খবর পাওয়া গেলেও মোটের উপর রাজ্যে নির্বাচনের দ্বিতীয় দফা শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলেই জানান অজয় নায়েক।
প্রসঙ্গত, এর আগে বাগডোগরা থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবেও স্বাভাবিক ভোটের কথা বলেন। তিনি জানান, মোটের উপর স্বাভাবিক দ্বিতীয় দফার ভোট। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আর এই একই সুরে কথা বলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। চোপড়ায় প্রথমে ভোট দিতে পারছিল না মানুষ। পরে পুলিশ, অবজার্ভার গিয়ে ১৫০ জনকে বুঝিয়ে আনে।’
বুধবারই রাজ্যে আসেন বিশেষ পর্যবেক্ষক অজেয় নায়েক। আগেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। আর দ্বিতীয় দফার আগেই নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক। আর দুজনেই জানান মোটের উপর ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় আছে।