মমতা বন্দ্যোপাধ্যায় কবি। ছন্দ মেলানোয় তিনি অদ্বিতীয়। সে খাতা-কলম নিয়ে হোক কিংবা রাজনৈতিক মঞ্চ। অন্ত্যমিলে ছড়া তৈরি করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। আজ বুধবার দলীয় প্রার্থীর হয়ে প্রচারে মুর্শিদাবাদে গিয়েছিলেন মমতা। সেখানেই বক্তব্য পেশ করার সময় মোদী এবং বিজেপি সরকারের ভয় দেখানো নিয়ে নতুন ছড়া বাঁধলেন তৃণমূল নেত্রী। বললেন, ‘খোকা ঘুমলো, পাড়া জুড়লো, মোদী এল দেশে, সব লোকেরা ভয় পায়, বাঁচব আমি কিসে’?
সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারেই মমতা ছড়া বেঁধেছেন – ‘মায়েরা দেবে উলুধ্বনি, ভাইয়েরা দেবে তালি, দিল্লী থেকে বিজেপি হয়ে যাবে খালি।‘ এই ভোটের প্রচারেই ছড়া বেঁধে বলেছেন – ‘২০১৯ বিজেপি ফিনিশ’। নতুন বাংলা বছর শুরু হতেই মমতার গলায় নতুন ছড়া শোনা গিয়েছে – ‘বাংলায় ১৪২৬, বাংলা বলছে তৃণমূল ৪২-এ ৪২’। সেই ছড়া-স্লোগানের সঙ্গে এবার নতুন সংযোজন হল মুর্শিদাবাদের জনসভায়। এদিন মমতা আরও একটি ছড়া কেটে বলেন – ‘বিজেপি ওড়িশায় জিরো, বাংলায় জিরো, কী করে হবে মোদী হিরো!’
এদিনের সভার শুরু থেকেই নিজের মুডে ছিলেন মমতা। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে একযোগে আক্রমণ করা থেকে ছড়া কেটে স্লোগান তুলে উপস্থিত জনতাকে মাতিয়ে দেওয়া – মমতা একাই একশো। গোটা দেশে বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে অভিযোগ তুলে ছড়া কেটে মমতা বলেন, ‘এখন সকালে ঘুম থেকে উঠলেই ভয় করে, কখন গব্বর সিং এসে যাবে’। এর পরেই আনেন ছড়া প্রসঙ্গ। বলেন, ‘আগে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময়ে গান গাইতেন – ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আর এখন মায়েরা ভয়ে ভয়ে গান গায় – খোকা ঘুমলো, পাড়া জুড়লো, মোদী এল দেশে, সব লোকেরা ভয় পায়, বাঁচব আমি কিসে?’