বাংলায় একের পর এক বিশৃঙ্খল কাজ করেই চলেছে বিজেপি। এইবার তাঁদের নিশানা তৃণমূলের পার্টি অফিস। বীরভূমের এক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি।
ঘটনাটি ঘটেছে বীরভূমের আহমেদপুরে। জানা গিয়েছে, আহমেদপুরের ওমরপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আর এরজন্য সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, ওই এলাকা দিয়ে বিজেপির একটি মিছিল যাওয়ার সময়ই এই হামলা চালানো হয়।
বীরভূমের তৃণমূল নেতৃত্ব পুলিশে অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্তে নেমেছে। তবে এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেন নি পুলিশ। পুলিশ সূত্রে খবর খুব শীঘ্রই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।