আজ ১৪ এপ্রিল। ভারতের সংবিধানের মুখ্য প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১২৯ তম জন্মদিন। ভারতীয় সংবিধানের জনকের আবির্ভাব দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি লেখেন, ‘আজ ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীকে তাঁর প্রতি আমার অকুন্ঠ শ্রদ্ধা জানাই। আসুন আমরা আমাদের সংবিধান-সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা বন্ধনে প্রতিষ্ঠিত আদর্শগুলিকে বজায় রাখার অঙ্গীকার করি।’
আজ আম্বেদকর জয়ন্তীর পাশাপাশি প্রাক্তন রেলমন্ত্রী তথা কংগ্রেস নেতা বরকত গনি খান চৌধুরীর মৃত্যুদিন। টুইটারে তাঁর প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মমতার টুইট, ‘প্রাক্তন রেলমন্ত্রী বরকত দা (গনি খান চৌধুরী) এর প্রয়াণ দিবসে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।’