তিনি পাহাড়বাসীর মনে শান্তি ফিরিয়েছেন। তাঁর উদ্যোগেই আজ হাসছে পাহাড়। বৃহস্পতিবারও দার্জিলিংয়ের চকবাজারে দলীয় প্রার্থী অমর সিং রাই-এর হয়ে ভোটপ্রচারে এসে তিনি তিনি বললেন, ‘এবার যদি দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী জেতেন, তাহলে কথা দিচ্ছি, আগামী জিটিএ নির্বাচনের আগে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেব।’ তাই গতকাল চকবাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়ল শ্রোতা-অনুগামীদের গেল। কিন্তু কালিম্পংয়ে গ্রাহামস হোমের পাশের মাঠে বিজেপি সভাপতি অমিত শাহের সভায় দেখা গেল ফাঁকা চেয়ারের সারি।
এ বিষয়ে গতকাল শাহের সভায় হাজির বিমল গুরুংপন্থী মোর্চার নেতা এবং জিএনএলএফের লোকজনকে বলাবলি করতে শোনা যায়, সকালেই দেখা গেল গাড়িকে গাড়ি লোক বেরিয়ে যাচ্ছে শহর থেকে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, তাদের লক্ষ্য ছিল দার্জিলিঙে মমতার সভা। এমন যদি হয়ে থাকে, তা হলে মাঠ ভরবে কী ভাবে! দার্জিলিঙের সভার পরে অবশ্য অন্য কথা বলেছেন পাহাড়ের তৃণমূল এবং বিনয় তামাংপন্থী মোর্চার লোকজন। তাঁদের কথায়, চকবাজারে সাধারণ সমতলের দলগুলি সভা করতে ভয় পায়। কারণ, এটা শহরের কেন্দ্রস্থল। এখানে সুবাস ঘিসিং, বিমল গুরুংরা সভা করেছেন।
এমনকি, ২০১৭ সালের আন্দোলন শুরুর পরেও এখানে সভা করে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন গুরুং। সেখানে বহু বছর পরে মমতার সভা খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির আশঙ্কায় সভা ঢেকে দেওয়া হয়েছিল ছাউনিতে। করা হয়েছিল বসার ব্যবস্থাও। তাতেও ভিড় সেই এলাকা ছাপিয়ে গিয়েছে। তৃণমূল সূত্রে বলা হচ্ছে, পাহাড়ে যে সমতলের দলগুলির জোর বেড়েছে, গুরুং চলে যাওয়ার পরে গণতন্ত্র এসেছে, সেটা প্রমাণ করে দিল এ দিনের সভা। এই ভিড় শেষ অবধি ভোটবাক্সে যাবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন তাঁরা। তবে ভিড় দেখে তৃণমূল নেতৃত্বও খুশি।
কিন্তু কালিম্পংয়ের সভার এমন দশা হল কেন? প্রশ্ন শুনে সাফাই গাইছেন বিমলপন্থী এবং জিএনএলএফের কর্মীরা। মিলছে না কোনও স্পষ্ট উত্তর। তবে ঘটনা যা-ই হোক, অমিত শাহ আসার আগে যখন মোট হাজার খানেক লোক ছিল সভাস্থলে, তখন দৃশ্যতই বিব্রত দেখাচ্ছিল বিজেপির পাহাড়ের নেতা মনোজ দেওয়ান এবং প্রার্থী রাজু বিস্তকে। অন্যদিকে, প্রথম দফার নির্বাচনের দিন জনসভায় গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি পাহাড়ের সভা থেকে উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল নেত্রী৷ পাহাড়ের উন্নয়নকে যে কোনওভাবেই থমকে দিতে রাজি নন রাজ্য সরকার, সভায় হাজির হাজার হাজার শ্রোতার সামনে তাও জানিয়ে দিয়েছেন মমতা৷