‘মোদি কী অপরাজেয়?’ সাংবাদিকরা প্রশ্নটি করেছিল কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধীকে। তাতে একদম অপ্রস্তুত না হয়েই তাৎক্ষণিক জবাব দেন সোনিয়া। তাঁর স্পষ্ট জবাব যে না! একেবারেই না, ২০০৪ সালে কী ঘটেছিল ভুলে যাবেন না। ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ীও অপরাজেয় বলে মনে করা হয়েছিল, কিন্তু জিতেছিল কংগ্রেস।
প্রসঙ্গত, কংগ্রেস গড় রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন সোনিয়া গান্ধী। তবে মোদীর ঝড়ে এই কেন্দ্রের আসনে কংগ্রেস টলমল কিছুদিন ধরেই এই জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু এই জল্পনাতে জল ঢেলে দিলেন সোনিয়া। রায়বেরলির আসন কংগ্রেসই থাকবে তাতে নিশ্চিত তিনি।
প্রসঙ্গত ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ পরপর তিনবার বিজেপি সরকার গঠন করায় ২০০৪ সালেতেও মনে করা হচ্ছিল বিজেপি অপরাজেয় থাকবে। কিন্তু উল্টে যায় চিত্র। সরকার গড়ে কংগ্রেস। আর সেকথাই মনে করিয়ে দিয়ে রায়বরেলি থেকে মনোনয়ন পত্র জমা দেন কংগ্রেস নেত্রী।