[Total_Soft_Poll id=”2″]
সাধারণ মানুষের নূন্যতম চাহিদা হল জল। বাঁচতে গেলে জল অপরিহার্য। সেই জল সঙ্কটময় অবস্থায়। নিজেদের প্রয়োজনীয় চাহিদার জলটুকু সংগ্ৰহ করতে পাড়ি দিতে হয় প্রায় ১৮ মাইল পথ। এইরকম মানুষের গ্রাম এখনও আছে ভারতের বহু গ্রামে। কোন সরকারই গদিতে বসে তাদের প্রয়োজনীয় চদিদা পূরণ করতে পারেন নি। আর এমনই একটি গ্রাম ‘মাল’। খোদ মোদীর রাজ্যের গ্রাম এটি। মোদীর ‘বিকাশ’ আজও পৌঁছায়নি এদের কাছে।
২০১৪ সালে ভোটপ্ৰচারে এসে মোদীর স্লোগানে বা প্রতিশ্রুতিতে উঠে এসেছিল দেশের বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে পানীয় জল, রাস্তা এবং বিদ্যুতের সমস্যা নিয়ে। কিন্তু তাঁর যে কিছুই পূরণ করতে পারে নি বিজেপি সরকার তা এই ‘মাল’ গ্রামের মত গ্রামগুলির চিত্র দেখলেই বোঝা যায়।
গুজরাটে সোনগাধ এলাকার এই গ্রাম থেকে উকাই বাঁধের দূরত্ব প্রায় ১৮ মাইল। আর এই গ্রামের জলের জন্য এই উকাই-ই একমাত্র ভরসা। পায়ে হেঁটে তাদের জল আনতে হয় প্রয়োজন মেটানোর জন্য। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও পানীয় জলের ট্যাঙ্ক আসে নি গ্রামে।
[Total_Soft_Poll id=”3″]
গ্রামের বাসিন্দাদের থেকে জমি নিয়ে উকাই বাঁধ তৈরি হলেও সেই সমস্যা আজও মেটে নি। তাঁর প্রতিবাদে তাঁরা গত বিধানসভা ভোট বয়কট করেছিল। আর এই বার লোকসভা ভোটও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চলতি মাসের ২৩ তারিখ এই কেন্দ্রের ভোট। আর সেখানে এই গ্রাম থেকে কোনো ভোট পাবে না বিজেপি সরকার সেটা নিশ্চিত। সবচেয়ে বড় কথা এইরকম গ্রামের সংখ্যা প্রচুর আছে সারা দেশ জুড়ে।