[Total_Soft_Poll id=”2″]
ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে তত বেশি চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রায় রোজই চৌকিদারের দিকে উড়ে আসছে বিরোধীদের কটাক্ষ। আসরে নেমে পড়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরাও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় রোজই তোপ দাগছেন। দিন কয়েক আগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আয়না ‘উপহার’ দিয়ে, সেই আয়নায় মোদীকে নিজের ‘আসল রূপ’ দেখার ‘পরামর্শ’ দিয়েছেন। আর এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কটাক্ষ, ক্যামেরার সামনে আসার আগে মুখে মেকআপ করেন মোদী। করেন ওয়্যাক্সিং। শুধু তাই নয়, মিডিয়ার বিরুদ্ধেও তোপ দেগে তিনি বলেছেন, বিরোধীদের ক্যামেরার সামনে তেমন ভালো দেখায় না বলে, সবসময় মোদীর মুখই দেখায় সংবাদমাধ্যম।
[Total_Soft_Poll id=”3″]
ব্যাঙ্গালোরের একটি নির্বাচনী জনসভায় গিয়ে কুমারস্বামী বলেন, বিজেপি নেতারা তাঁদের প্রার্থীদের জন্য ভোট চাইছেন না। তাঁরা নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। মোদী এবং মোদী ঘনিষ্ঠ মিডিয়া হাউসগুলিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘ক্যামেরার সামনে আসার আগে নিজের মুখে গ্লো আনতে সকালবেলা মেকআপ ও ওয়্যাক্সিং সেরে নেন নরেন্দ্র মোদী। কিন্তু আমরা, সকালে উঠে মুখ ধুয়ে স্নান করেই বাইরে বেরিয়ে পড়ি। আমাদের মুখ ক্যামেরায় ভালো দেখায় না। সে জন্য আমাদের সংবাদমাধ্যমের বন্ধুরাও আমাদের মুখ দেখাতে চান না, তাঁরা শুধু মোদীর মুখ দেখান।’ শুধু তাই নয়, রাজ্যে চৌকিদারের অবদান নিয়েও প্রশ্ন তোলেন কুমারস্বামী। আগামীকাল থেকেই দেশজুড়ে শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচন। তাঁর আগে কুমারস্বামীর এই কটাক্ষ নিঃসন্দেহে চাপে রাখবে মোদীকে।
