বৃহস্পতিবার সকালে বহরমপুরের মধুপুর বাজারে পদযাত্রা শুরু করলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। শুরুর থেকেই মানুষের ঢল নামল রাস্তায়। শুক্রবার অপূর্ব তথা ডেভিডের মিছিলে এহেন জনসমর্থন বুঝিয়ে দিল সকলে মমতার উন্নয়নেই ভরসা রাখছেন।
অপূর্বর প্রচার প্রথম থেকেই ছিল জমজমাট। ঢাক –ঢোল তো ছিলই সঙ্গে ছিল আদিবাসীদের নাচ এবং ধামসা মাদলের বাজনা। প্রার্থী বহরমপুর সভাপতি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারীদের সঙ্গে নিয়ে শুরু করলেন পদযাত্রা। বাজারের সব্জী বিক্রেতা, ক্রেতা সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন তিনি। জানতে চাইলেন সকলের খবর। অপূর্ব জানালেন, “শহরের মানুষ আমাদের সঙ্গে, দিদির উন্নয়নের সঙ্গে। মানুষই আমাদের ভরসা”।
জনসাধারণ বিপুল সমর্থন জানিয়েছেন তাঁকে। সকলে এসে বলেছেন, “আমরা আপনার সঙ্গে, মমতার সঙ্গে আছি”। প্রচার শেষে অপূর্ব বলেছেন, “তিনি বলেন, মানুষের পূর্ণ সমর্থন রয়েছে আমার উপর। কর্মীসভা ডাকলে জনসভায় পরিণত হচ্ছে। আগামী দিনেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন”।