আগামী ১১ এপ্রিল থেকে সারা দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলের কর্মীরা অর্থাৎ কংগ্রেস, সিপিএম, বিজেপি ছেড়ে কর্মীরা তৃণমূলে যোগদান করার ঘটনা বাড়ছে। সম্প্রতি বিজেপি ও সিপিএম থেকে মোট ৮৭ জন কর্মী পুরুলিয়ার হুড়া ব্লকের চাটুমাদার গ্রাম পঞ্চায়েতের একটি নির্বাচিনী জনসভায় তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।
জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো এ বিষয়ে বলেন, “নির্বাচন যত এগিয়ে আসছে, মানুষ বুঝতে পারছে বিজেপি একটা ভাঁওতাবাজি দল। তাই সেই দল ছেড়ে সকলে তৃণমূলে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চাইছেন”। অন্যদিকে পুরুলিয়া শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে পুরুলিয়ার পাড়া ব্লকের নিপানিয়া গ্রাম থেকে প্রায় ৪০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো।