২৬ মার্চ দলীয় ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ২ এপ্রিল থেকে শুরু করবেন লোকসভা ভোটের প্রচার। পাহাড় থেকে সাগরের প্রতি কেন্দ্রে মমতা ঝড় তুলবেন প্রচারে। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রতি আসনে ২ টি করে সভা করবেন বাংলার অগ্নিকন্যা। অর্থাৎ ৪২ টি লোকসভা আসনে ৮৪ টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কোনও কোনও আসনের জন্য সেই সংখ্যাটা বাড়তে পারে বলে জানা গেছে।
বাংলায় এ বার সাত দফায় ভোট হবে। ১৯ মে শেষ দফার ভোট। তার আগে প্রচার চলবে ১৭ তারিখ পর্যন্ত। ২ তারিখ থেকে শুরু করে কমবেশি চল্লিশ দিন প্রায় একটানা প্রচার করবেন মমতা। সব মিলিয়ে প্রায় ৯০টি সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জেলাওয়াড়ি পর্যবেক্ষকদের মতে, প্রতিটি লোকসভা আসনের জন্য দুটি করে সভা করবেন মমতা। তবে ভাল করে দেখলে বোঝা যাবে, কোনও কোনও লোকসভা কেন্দ্র কার্যত তিনটি করে সভার সুবিধা পাবেন। কারণ, পাশের লোকসভা আসনের দিদির সভার সুবিধা পেয়ে যাবে লাগোয়া কেন্দ্রগুলি।
উনিশের নির্বাচনে ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’-এর টার্গেট দিয়েছেন দলনেত্রী। ‘মোদী-শাহদের সাইনবোর্ড হঠানোই’ মমতার এবার প্রধান লক্ষ্য। প্রচার সভা থেকেও মমতা সেও বার্তাই দেবেন বলে জানা গেছে। পাশাপাশি তুলে ধরবেন বাংলার উন্নয়নের খতিয়ান। গত সাত-আট বছরে বাংলার সফল প্রকল্পগুলিকে জাতীয় স্তরে সফলভাবে কীভাবে রূপায়ণ করা হবে তাও বোঝাবেন জনতাকে। মোদীর আমলে দেশে কোন কোন ক্ষেত্রে অবনমন ঘটেছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষায় তৃণমূলের কী ভূমিকা হবে, সেটাও মানুষের কাছে তুলে ধরবেন মমতা। সব মিলিয়ে ৪২-এ ৪২ করার লক্ষ্যে পাহাড় থেকে সাগরের প্রতি কেন্দ্রে প্রচারের ঝড় তুলবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
