সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএলে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করে দিল। দিল্লী ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে যে মহারাজকে দেখা যাবে সে খবর আগেই ছিল। গতকাল সকালেই তিনি দিল্লী ক্যাপিটালসের শিবিরে যোগদান করেন। বিকেলে দিল্লীর কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লীর জার্সিতে মাঠে নেমে পড়েন। সেই ছবি পোস্ট করে দিল্লি ক্যাপিটালস টুইট করেছে, ‘‘দুই কিংবদন্তি পাশাপাশি।’’
শুক্রবার দুপুর থেকেই দিল্লীর অনুশীলন শুরু হয়ে গিয়েছে। প্রথমে ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণ করা হয়েছে। তারপর নেটে বোলিং এবং ব্যাটিং অনুশীলনও করেছেন ইশান্ত শর্মারা। সৌরভ বলেছেন, “আজ থেকে শিবির শুরু হল। এত তাড়াতাড়ি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। কোচ রিকি রয়েছে। ওর সঙ্গে কথা বলতে হবে। তা ছাড়া ক্রিকেটারদের সঙ্গেও প্রাথমিক কথাবার্তা সেরে ফেলতে হবে। ক্রিকেটারদের ফর্ম কেমন রয়েছে তা বিচার করেই সেরা দল তৈরি করতে হবে। এখনই এটা নিয়ে বাড়তি কোনও আলোচনা চাইছি না তবে দিল্লি দলের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। আমার ধারণা, এ বার আইপিএলে দিল্লি ক্যাপিটালস অনেক চমক দিতে পারে। সেই ক্ষমতা দলের রয়েছে”। আগামী ২৪ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে দিল্লির অভিযান।
ছ’বছর পরে আইপিএলে আবার রাজকীয় প্রত্যাবর্তন সৌরভের । আইপিএলে ফিরে আবার মাঠে ফেরার আনন্দ রীতিমতো উপভোগ করছেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। দিল্লীতে পা রেখেই সৌরভ বলেছেন, ‘‘এত দিন পরে আবার আইপিএলে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি খুবই রোমাঞ্চ অনুভব করছি। আশা করছি এ বারের আইপিএল খুব ভাল কাটবে।’’