আবার বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে৷ ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে৷ সেই আয়োজনের পুরস্কার স্বরুপ এবার ২০২০ সালে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ভারতে হবে।
শুক্রবার মায়ামিতে ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতে ফিফার সিদ্ধান্তের খবর ভারতে পৌঁছলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টুইট, ‘এটা অত্যন্ত আনন্দের খবর। ভারতে আবার একটা বিশ্বকাপ হচ্ছে।’
সবুজ সঙ্কেত দিলেও এখনও বহু কাগজপত্র ভারতকে জমা দিতে হবে আগামী চার মাসের মধ্যে। কিন্তু সামনে লোকসভা নির্বাচন। তাই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ‘নো অবজেকশন’ ফিফায় পৌঁছনো নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
২০২০ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে দাবিদার ছিল ফ্রান্স। কিন্তু ২০১৯ সালের সিনিয়র বিশ্বকাপে ফ্রান্স আয়োজক হওয়ায় বাদ চলে গিয়েছে অনূ্র্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজকের দাবি থেকে। সেখানেই ভারতের স্থান হয়। ২০২০ সালে বিশ্বকাপের দিনক্ষণ, এখনও ঠিক হয়নি। উরুগুয়েতে ২০১৮ সালে মেয়েদের এই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ১৬ টিমের টুর্নামেন্ট হয়েছিল। তার মানে, আয়োজক হিসেবে ভারত মূল পর্বেই খেলবে।