দল ভাঙানোর খেলায় নামলেও নিজের দলই অসুরক্ষিত বিজেপির। একের পর এক বিজেপির নেতা-কর্মী ছেড়ে যাচ্ছেন গেরুয়া শিবির। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রয়াগরাজের বর্তমান বিজেপি সাংসদ শ্যামচরণ গুপ্তা। আজ শনিবার সকালে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন তিনি।
জানা গেছে, আসন্ন লোকসভা ভোটে দীর্ঘ দিনের পরিচিত কেন্দ্র বান্দা থেকেই লড়বেন তিনি। বাবার আমলের পুরনো সহকর্মীকে পেয়ে খুশি সপা সভাপতি অখিলেশ যাদব। এটাকে শ্যামচরণ গুপ্তার ‘ঘর ওয়াপসি’ বলে মনে করছেন তিনি।
প্রসঙ্গত, প্রাক্তন সপা নেতা শ্যাম চরণ ১৯৯৯ সালে বান্দা দাঁড়িয়ে থেকে বিএসপির কাছে হেরেছিলেন শ্যাম চরণ। এরপর ২০০৪ সালে ফের ওই কেন্দ্রেই জেতেন। তারপর ২০০৯ সালে ফুলপুর লোকসভা কেন্দ্রে হারের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৪ সালে প্রয়াগরাজ তথা তৎকালীন এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। কিন্তু মাত্র পাঁচ বছরেই বিজেপির প্রতি তাঁর মোহভঙ্গ হয়ে গিয়েছে বলেই নিজের পূর্বতন দলেই ফিরে এলেন শ্যাম চরণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
