ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাকে পাত্তাই দিচ্ছেন না যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, টিকিটের লোভে কয়েকজন অন্য দলে যাচ্ছেন। কিন্তু এতে তৃণমূলের কিছু যায় আসে না। সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোটে জেতাব।
বৃহস্পতিবার সকালেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। এই দলবদলকে পাত্তা না দিয়ে অভিষেক বলেন, ‘কারা সুবিধাবাদী মানুষ তা দেখছেন। যারা টিকিটের লোভে অন্যদলে যাচ্ছে তাতে তৃণমূলের কিছু যায় আসে না’। অর্জুনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ‘ক্ষমতা থাকলে ভোটে দাঁড়ান অর্জুন’। অভিষেকের কথায়, ‘২০১৪-এর নির্বাচনে পাঁচ হাজার ভোট কমলেও দীনেশ ত্রিবেদী ২ লক্ষ ভোটে জিতেছিলেন। ১ লক্ষ ৯৯ হাজার ভোট পেলে তারপর আমার সঙ্গে কথা বলতে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন মানুষ। টিকিটের লোভে ওঁরা যোগ দিয়েছেন। ২৩ তারিখের পর সব লেজ গুটিয়ে পালাবে।’। অভিষেকের কথায়, ‘কাকে দায়িত্ব দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনার প্রোডাক্ট ভাল হলে আপনাকে এ দিক ও দিক ছুটতে হবে না। সংগঠক পাল্টায়। নেত্রীর একটাই ছবি। প্রোডাক্ট আমাদের একটাই। সেই প্রোডাক্টের বেসিসেই আমরা মানুষের কাছে যাই।‘
ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্রও অর্জুনের বিজেপিতে যোগদানের বিষয়টিকে পাত্তা না দিয়ে বললেন, ‘অর্জুন সিং বা যে-ই যাক কিচ্ছুটি আসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ কিচ্ছুটি করতে পারবে না। মমতার উন্নয়ন বনাম মোদী অপশাসনের লড়াই এটা। এই কেন্দ্রে দীনেশদা জিতবেন। আমরা সবাই একসঙ্গে দলে আছি’।
