পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলার পর বাজারে বেড়িয়েছে নতুন টি-শার্ট। কোনোটায় জাতীয় পতাকার স্টিকারের উপরে বড় বড় করে লেখা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ আবার কোনোটায় কালো টি-শার্টের উপর লেখা ইন্ডিয়ান এয়ারফোর্স। এ যেন দেশপ্রেমের সফল ও পরিকল্পিত ভাবে করা মার্কেটিং। ফেসবুক টুইটারে প্রায়শই দেখা যাচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক লেখা টি-শার্ট। টি-শার্ট বিপণন সংস্থাগুলোর অনলাইন হোম পেজে রিভিউ দেখলেই বোঝা যাচ্ছে যে এই টি-শার্টের চাহিদা কেমন। দেশপ্রেম, আবেগকে কাজে লাগিয়ে সফলভাবে মার্কেটিং করার নতুন উদ্যোগ নিয়েছে বিপণন সংস্থাগুলি। প্রবাসী ভারতীয়রাও এই টি-শার্ট গুলো কেনার জন্য হুড়মুড়িয়ে অর্ডার করছেন।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সার্জিক্যাল স্ট্রাইক হলেও তার বেশ কয়েকমাস বাদে অনলাইনে এই রকম টি-শার্ট বিক্রি হচ্ছিল। কিন্তু তখন এমনভাবে বিক্রি হয়নি। কিন্তু এবার বালাকোটের ঘটনার পর এই বিপণনকারী সংস্থাগুলো হাজারে হাজারে বরাত পাচ্ছে। এগুলির দাম মোটামুটি সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশোর মধ্যে। সার্জিক্যাল টি-শার্ট লিখে গুগলের ইমেজে সার্চ করলেই পাওয়া যাবে অনেক ছবি, লিংক অনেক অপশনও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তান ফেরত বায়ুসেনা উইং কমান্ডার অভিনব বর্তমানের ডায়লগ যা তিনি পাকিস্তানে জেরার মুখে বার বার বলেছেন। পাক সেনা কতৃপক্ষের প্রশ্নের উত্তর দেননি তিনি। শোনা যাচ্ছে সেই ‘অভনন্দন-বানী’ পাওয়া যাবে টি-শার্টে। তাতেই জ্বলজ্বল করবে আত্মবিশ্বাসী সংলাপ। এছাড়াও উরি সিনেমার নায়ক ভিকি কৌশলের রবার প্রিন্ট করা মুখের ছবি, ‘হাও ইজ দ্য জোশ’ তার নিচে লেখা ‘হাই স্যার’ এমন টি-শার্ট ও পাওয়া যাচ্ছে। রয়েছে ফ্লিসের তৈরি হুডি। সুতি ও স্যাটিনে তৈরি হচ্ছে এই শার্ট। সুতরাং বলাই যায়, ভারতের বাজার মাতিয়ে রেখেছে সার্জিক্যাল স্ট্রাইকের টি-শার্ট।