এতদিন বায়ুসেনার হামলায় মৃত জঙ্গীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। বিরোধিতার সেই ঢেউ এসে লাগল বিজেপির অন্দরে। এবার মৃতের সংখ্যা জানতে চাইল শিবসেনা। মঙ্গলবার শিবসেনার মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, জইশ-ই-মহম্মদের জঙ্গী শিবিরে হতাহত নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে ভারতবাসীর। আর এই প্রশ্ন তুললে তা সেনাবাহিনীর মনোবলে আঘাত করে না বলেও মন্তব্য করা হয়েছে সামনায়।
শিবসেনার তরফে প্রশ্ন তোলা হয়েছে, ‘পুলওয়ামায় ব্যবহার হওয়া ৩০০ কেজি আরডিএক্স কোথা থেকে এল? জঙ্গী ক্যাম্পের ওপর আমাদের হামলায় কতজন জঙ্গীর মৃত্যু হয়েছে?’ এমনকী এই এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করা হবে বলেও সাফ জানিয়েছে শিবসেনা। ‘সামনা’য় লেখা হয়েছে, ‘এইসব প্রশ্ন নিয়ে আলোচনা নির্বাচনের শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে’। একই সঙ্গে মহারাষ্ট্রে বিজেপির শরিক দলের মন্তব্য, রামমন্দির, সংবিধানের ৩৭০ ধারা কিংবা কৃষকদের সমস্যা এখন ছাই-এ পরিণত হয়েছে।
বিজেপিকে তোপ দেগে সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘সামনের লোকসভা নির্বাচন পর্যন্ত বায়ুসেনার হানা নিয়ে আলোচনা চলতেই থাকবে’। তাতে আরও বলা হয়েছে, ‘দেশের মানুষের অধিকার রয়েছে, প্রতিরক্ষা বাহিনী শত্রুদের কতটা ক্ষতি করতে পেরেছে, সেই প্রশ্ন তোলার। এই প্রশ্নের জন্য দেশের বাহিনীর মনোবল কখনই নিচে নেমে যাবে না’।
সবমিলিয়ে বিরোধীদের পর জোটসঙ্গীর এহেন প্রশ্নে গেরুয়া শিবির যে নতুন করে অস্বস্তিতে পড়ল তাতে কোনও সন্দেহ নেই।
