অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজে হারলেও লোকেশ রাহুল র্যাঙ্কিংয়ে চার ধাপ উপরে উঠে এলেন। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন রাহুল। আইসিসি বৃহস্পতিবার টি২০ র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সাত ধাপ উঠে ধোনি আছেন ব্যাটসম্যানদের তালিকায় ৫৬ নম্বরে। আর বিরাট কোহলি দুই ধাপ উঠে আছেন ১৭ নম্বরে।
বোলারদের তালিকায় জসপ্রিত বুমরা ১২ ধাপ উঠে ১৫ নম্বরে আছেন। বাঁহাতি স্পিনার ক্রুণাল পান্ডিয়া ১৮ ধাপ উঠে কেরিয়ারের সেরা ৪৩ নম্বরে রয়েছেন।
এদিকে ভারতের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচে ৫৬ এবং অপরাজিত ১১৩ করার পর ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ডার্সি শর্ট ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে রয়েছেন।
দলগত তালিকায় পাকিস্তান রয়েছে শীর্ষে। ভারত রয়েছে দুইয়ে। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চলে এসেছে তিনে। চার ও পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
