প্রয়াগরাজে মোদীর পুণ্যডুব এবং দলিতদের পা ধোয়ানোকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করলেন মায়াবতী। মোদীকে খোঁচা দিয়ে বসপা সুপ্রিমো বলেন, ‘মোদীর এই শাহি স্নান কি নোটবন্দি, জিএসটি, প্রতিশ্রুতিঙ্গের মতো সব পাপ ধুয়ে দেবে?’ দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তোলার জন্য দেশবাসী তাঁকে কখনই ক্ষমা করবে না বলেও তোপ দাগেন উত্তর প্রদেশের দলিত নেত্রী।
প্রয়াগরাজে কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান সেরেছেন প্রধানমন্ত্রী। স্নানের পর প্রয়াগরাজের পাঁচ সাফাইকর্মীর পা ধুয়ে দিয়েছিলেন তিনি। এসব দেখে আর চুপ করে থাকতে পারেননি মায়াবতী। সোমবার পর পর দু’টি টুইট করেন তিনি। প্রথম টুইটে প্রশ্ন তুলেছেন, ‘সঙ্গমে মোদীর শাহি স্নান কি তাঁর প্রতিশ্রুতিভঙ্গ, প্রতারণা এবং অন্যান্য পাপ কি ধুতে পারবে? নোটবন্দি, জিএসটি, প্রতিহিংসার রাজনীতি, জাত-পাতের বিভেদ, সাম্প্রদায়িক উস্কানি, একনায়কতন্ত্র এ সবের জন্য দেশবাসীর পক্ষে মোদীকে ক্ষমা করা কখনওই সম্ভব নয়।’
অন্তর্বর্তিকালীন বাজেটে কৃষকদের জন্য বছরে ৬০০০ টাকা অনুদান ঘোষণা করেছে মোদী সরকার। সেই বিষয়টি নিয়েও এ দিন মোদী সরকারের সমালোচনা করেন মায়াবতী। দ্বিতীয় টুইটে তিনি বলেন, ‘কৃষক এবং কৃষি শ্রমিকের মধ্যে ফারাকটা বোঝা উচিত মোদী সরকারের। কিসান সম্মান নিধি প্রকল্পে মাসে যে ৫০০ টাকা অনুদানের ঘোষণা হয়েছে, সেটা কৃষি শ্রমিকদের জন্য উপকার হতে পারে। কিন্তু কৃষকরা ফসল ফলিয়েও জমির দাম পান না। মোদী সরকার সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে’।
