আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের ১৬ বছর বয়সী সৌরভ চৌধুরী স্বর্ণপদক লাভ করেছেন। এই নিয়ে ভারতের ঝুলিতে দুটি স্বর্ণ পদক হল। শনিবার ভারতের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতের অপূর্বী চন্দেলা একটি স্বর্ণপদক পেয়েছিলেন।
তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় শ্যুটিং মহল। দিল্লিতে ডঃ করনি সিং শুটিং কমপ্লেক্সে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ের এই অভূতপূর্ব সাফল্য পেয়ে উচ্ছ্বসিত মিরাটের সৌরভ। স্বর্ণ পদক জেতার সাথে সাথেও টোটাল স্কোর ২৪৫ করে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন এই ১৬ বছরের তরুণ তুর্কি। সার্বিয়ার ডামি মেকেক ২৩৯.৩ পয়েন্ট নিয়ে জিতেছেন রুপো ও চিনার ওই পাং জিতেছেন ব্রোঞ্জ।
