
সংসদ হিসাবে পাওয়া ৩ মাসের বেতন সেনা তহবিলে দান করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেক কেটে পাঁচ লক্ষ টাকা দান করেছেন তিনি।
মঙ্গলবার টুইট করে জানিয়েছিলেন, নিজের তিন মাসের বেতন সেনা কল্যাণ তহবিলে দান করবেন। সেই মতো শুক্রবার নিজের তিন মাসের বেতন চেক কেটে সেনা কল্যাণ তহবিলে দান করলেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে ইস্টার্ন কম্যান্ড হেড কোয়ার্টারের মেজর জেনারেল আরএস ভাদুরিয়াকে একটি চিঠিও লিখেছেন অভিষেক। সেখানে লিখেছেন, ‘দেশের দায়িত্বশালী নাগরিক হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও দেশকে একজোট রাখতে সেনার পাশে রয়েছি। শহিদ জওয়ানদের স্ত্রী ও সন্তানদের জন্য আমার তরফ একটা সামান্য চেষ্টা। সেনা কল্যাণ তহবিলে নিজের তিন মাসের বেতন দিতে চাই।’ পাশাপাশি সাংসদ বিধায়কদের স্পষ্ট ভাষায় আবেদন জানিয়েছেন, যাতে তাঁরাও ভবিষ্যতে সেনাবাহিনীতে তাঁদের উত্তরসূরীদের পাঠান।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার বজবজের চড়িয়ালে একটি সেতুর শিলান্যাস করেন সাংসদ অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি যদি কোনওদিন পুত্রসন্তানের বাবা হতে পারি, তাহলে আমার সন্তানকে ভারতীয় সেনাবাহিনীতে পাঠাব।’ পরেরদিন অর্থাৎ মঙ্গলবার টুইটের মাধ্যমে একটি খোলা ঠিঠি লেখেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘বাহিনীর কল্যাণে আমি আমার তিন মাসের বেতন দিলাম। জানি এটা সমুদ্রের কাছে এক ফোঁটা জল। কিন্তু বিন্দু বিন্দু জলেই তো সমুদ্র তৈরি হয়।’ নিজের দেওয়া সেই কথা এদিন রাখলেন অভিষেক।

