সোমবার রাতে নিমতলা ঘাটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কলকাতারই এক পরিবার তাঁদের পরিজনের দেহের সৎকার করতে নিমতলা ঘাটে যান। সেখানে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হবার আগেই নদীতে বড় বান আসে। প্রায় ১৫-২০ ফুট উঁচু বানে একই পরিবারের ৯ জন ভেসে যান।
এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। এখনও নিখোঁজ এক জন মহিলা। বাকি ৭ জন হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালেও গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।
নিমতলা শ্মশানঘাটে একটি চত্বর রেলিং দিয়ে ঘেরা রয়েছে। মৃতের পরিজনরা সেখানেই দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রত্যেকেই নিরাপদ জায়গায় ছিলেন। কিন্তু আচমকাই গঙ্গায় বান চলে আসে, প্রায় ২০ ফুট উচ্চতায় ঢেউ সামলাতে কেউই পারেননি। জলের তোড়ে ভেসে যান তাঁরা।