২০১৯ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’র শীর্ষ দুইটি পুরস্কার জিতলেন টেনিস তারকা নোভাক জকোভিচ ও জিমন্যাস্ট সিমোন বাইলস। মোনাকোতে জমকালো আয়োজনে গত বছরের সেরা ক্রীড়াবিদদের পরস্কৃত করা হয়। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জেতেন জকোভিচ। এ নিয়ে চতুর্থবার বর্ষসেরা হলেন তিনি (২০১২, ২০১৫, ২০১৬)। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন সার্বিয়ান সুপারস্টার। ২০১৯ সালের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী জকোভিচ। সেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হন ২১ বছর বয়সী বাইলস। যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৮ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪টি মেডেল, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ পদক জেতেন তিনি।
লরিয়াস অ্যাওয়ার্ডে রেকর্ড সর্বোচ্চ ৬টি পুরস্কার (৫টি বর্ষসেরা খেলোয়াড় ও ১টি কামব্যাক) সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের দখলে। ফুটবল বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে বছরের সেরা দল ঘোষণা করা হয়। আজীবন সম্মাননা পান প্রাক্তন আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। কামব্যাক (প্রত্যাবর্তন) অ্যাওয়ার্ড জেতেন আমেরিকান গলফার টাইগার উডস। আর ব্রেকথ্রু অব দ্য ইয়ার নির্বাচিত হন ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম জয়ী জাপানিজ সেনসেশন নাওমি ওসাকা।