দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যে গোটা দেশেই ভোটের দামামা বাজিয়ে দিয়েছে সবকটি রাজনৈতিক দলই। বিভিন্ন দলের নেতানেত্রীদের পারস্পরিক আক্রমণে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। বৃহস্পতিবার আজমেরে কংগ্রেস সেবাদলের মহা অধিবেশনে যোগ দিয়েও তার অন্যথা করলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট।
নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উত্তরপূর্ব ভারতের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিজেপি এবং আরএসএসকে তুলোধনা করে রাহুলের মন্তব্য, ‘সম্পূর্ণ উত্তরপূর্বাঞ্চলে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করব সেই পরিস্থিতি ভালোবাসায় জয় করার। আরএসএস একটা ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে, একটা জাতিকে আরেকটা জাতির বিরুদ্ধে, একটা প্রদেশকে অন্য প্রদেশের বিরুদ্ধে লড়াচ্ছে। বিজেপি দেশকে ভাগ করতে চাইছে। কংগ্রেস দেশকে একত্রিত করতে চায়। প্রেম দিতে চায়।’
কংগ্রেস সবসময় শান্তি এবং ভালোবাসার পক্ষে, সেকথা জানিয়ে রাহুল বলেছেন, ‘ওরা কংগ্রেসকে অপমান করেছে। আমার পরিবারকে অপমান করেছে। অথচ আমরা ওদের জড়িয়ে ধরেছি।’ ঋণমকুব নিয়ে প্রধানমন্ত্রীকে রাহুলের খোঁচা, ‘মোদীরা দেশকে পণ্য ভাবেন। অনিল আম্বানির চৌকিদারি করেন। লোক মরলেও উনি গব্বর সিংয়ের মতো ট্যাক্স আদায় করতে ছাড়েন না। মোদী শুধু নীরব মোদী, বিজয় মালিয়ার ঋণ মকুব করেন। আমরা কৃষকদের ঋণ মকুব করি। আমরা বলি ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। কৃষক, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী সবার।’
কংগ্রেস সেবাদলের মহা অধিবেশনে এসে সেবাদলের সদস্যদের কাছে ক্ষমাও চান রাহুল। বলেন, কংগ্রেসের বিচারধারার রক্ষক সেবাদল। অথচ সেবাদলের সদস্যদের যে সম্মান পাওয়া উচিত ছিল তা কখনও হয়নি। এধরনের তফাৎ আর কখনও হবে না বলে জানিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করেন রাহুল। তিনি বলেন, দেশের যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সেবাদলের সদস্যদের সর্বাগ্রে এগিয়ে যেতে হবে। এদিন সেবাদলের পোর্টালেরও উদ্বোধন করেন কংগ্রেস সভাপতি।