হাইকোর্টের রায়ে ফের আবারও বেশ বিপাকে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গতবছর মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুরে আবেদন জানিয়েছিলেন তিনি৷ তবে আদালতে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়৷ এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে একই মামলা রুজু করেন বিক্রম৷ আজ বুধবার হাই কোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে মামলার শুনানি হয়৷ বিচারপতিও অভিনেতার আর্জি খারিজ করে দেন৷ আজ বিচারপতি বলেন “এই মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না”।
আলিপুর আদালতে আগামী ১৫ ফেব্রুয়ারি সোনিকার সিংহ চৌহানের মৃত্যু মামলার চার্জগঠন হওয়ার কথা। দ্রুত যাতে চার্জগঠন হয়, সেটাও স্পষ্ট করে জানিয়ে দেন বিচারপতি। এ দিন হাইকোর্টের নির্দেশের পর নিম্ন আদালতে চার্জগঠন করতে কার্যত বাধা থাকল না বলেই মনে করছেন সোনিকার পরিবারের আইনজীবীদের।
২০১৭-র ২৯ এপ্রিল ভোর রাতে পার্টি সেরে ফিরছিলেন বিক্রম-সোনিকা। তদন্তে জানা যায়, দুর্ঘটনার আগে বিক্রমের গাড়ির গতিবেগ ছিল ১০০ কিলোমিটারেরও বেশি। গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিল সাদা রঙের টয়োটা করোলা অলটিস গাড়িটি। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাশে বসে ছিলেন সোনিকা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ওই ঘটনায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল বিক্রমের বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছিলেন টলিউডের এই অভিনেতা। তার পর নিম্ন আদালতে মামলা চলছিল। চার্জশিট হয়ে গিয়েছে। কিন্তু মামলার চার্জ গঠন বিলম্বিত হচ্ছিল এবং তার জেরে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছিল না।
বান্ধবীর মৃত্যুর ঘটনায় জেলে যাওয়ার ফলে বেশ কয়েকদিন রূপোলি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বিক্রম৷ পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘শুভ নববর্ষ’ সিনেমা দিয়ে আবারও টলিউডে কাজ শুরু করেন তিনি৷ এই মুহূর্তে এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছেন বিক্রম৷ ভাসছেন সাফল্যের জোয়ারে৷ যদিও আজকের এই নির্দেশের পর আবারও অনিশ্চিত হয়ে পড়ল তাঁর ভবিষ্যৎ।