বছরের শুরু থেকেই সময়টা খারাপ যাচ্ছে গেরুয়া শিবিরের৷ একদিকে আসন্ন লোকসভা ভোট, জনসাধারণের মুখ ফিরিয়ে নেওয়া ইত্যাদি নানা কারণে বিপর্যস্ত এবং বিধ্বস্ত পদ্ম-পরিবার৷ এবার তারই মাঝে যুক্ত হল বিজেপি বিধায়কের একাধিক বিবাহের মত কেলেঙ্কারি৷ আর এই বহু বিবাহের কারণে স্ত্রীর কাছে প্রকাশ্যে আড়ংধোলাই খেলেন বিজেপি বিধায়ক৷
প্রথম বউ থাকা স্বত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজু নারায়ণ টোডসামের বিরুদ্ধে৷ এমনকী প্রকাশ্যে দলীয় নেতা ও কর্মীদের সামনে জুটল চড়, থাপ্পড়৷ প্রথম স্ত্রীর হাতেই আড়ং ধোলাই খেতে হল বিধায়ককে৷ বউমার দুর্দশা থেকে চুপ থাকতে পারেননি শাশুড়িও৷ গুণধর ছেলেকে শাসন করেন তিনি৷ এমন পরিস্থিতিতে দলও অভিযুক্ত বিধায়কের পাশে এসে দাঁড়ায়নি৷ পরিস্কার ভাষায় তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে প্রথম স্ত্রীর প্রতি সুবিচার করো, নাহলে আগামীবার টিকিট পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে৷
আট বছর আগে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বিয়ে করেন অর্চনা নামে এক মহিলাকে৷ তাদের দুই সন্তানও আছে৷ কিন্তু পরিবারকে অন্ধকারে রেখে সম্প্রতি ৪২ বছরের এই বিধায়ক প্রিয়া শিন্ডে নামে এক মহিলাকে বিয়ে করেন৷ মঙ্গলবার রাতে একটি স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন সেরে দলীয় অফিসে দলীয় নেতাদের সঙ্গে জন্মদিন পালনে ব্যস্ত হয়ে পড়েন৷
এই সময় হঠাৎ হন্তদন্ত হয়ে দলীয় অফিসে আসেন অর্চনা৷ সঙ্গে ছিলেন শাশুড়িও৷ প্রিয়াকে সামনে পেয়ে দুই মহিলার মধ্যে শুরু হয় ‘ক্যাট ফাইট৷’ তাতে যোগ দেন শাশুড়িও৷ প্রিয়াকে বাঁচাতে এগিয়ে আসেন বিধায়ক রাজু৷ তাঁকেও রেয়াত করেননি অর্চনা৷ নির্বিচারে চড়, কিল ও ঘুসি মারেন।
দলের মুখরক্ষা করতে তাঁকে আগামী ভোটে টিকিট দেওয়া হবে কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে৷ পাশাপাশি দলীয় সভার রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেমঞ্চে উঠতে দেওয়া হবে না রাজুকে৷ এমনটাই ঠিক করেছে মারাঠি বিজেপিরা৷