সিবিআইয়ের তদন্তের ওপর কোনও তদারকি চালাবে না তারা। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের ওপর সুপ্রিম কোর্টের তদারকির জন্য আবেদন করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আমানতকারীদের একাংশ। সোমবার সে ব্যাপারে শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তের ওপর কোনও তদারকি চালাবে না।
প্রসঙ্গত, এর আগেও সর্বোচ্চ আদালতে কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য আর্জি জানিয়েছিলেন, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার উপর যেন তদারকি চালায় সুপ্রিম কোর্ট। কিন্তু তখনও আদালত সেই আর্জি খারিজ করে দেওয়ায় মুখ পুড়েছিল তাঁদের। আর এবারও তাই হল। কিন্তু প্রশ্ন হল, এই আমানতকারীরা কারা?
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, তাঁরা বিজেপির মদতপুষ্ট। কারণ লোকসভা ভোটের আগে রাফাল, সিবিআইয়ের মতো ইস্যু নিয়ে এমনিতেই চাপে গেরুয়া শিবির। তাই এখন তারা চিটফান্ড ইস্যুতে নানাভাবে বেকায়দায় ফেলতে চাইছে বিরোধীদের। ফলে যুক্তির দিক দিয়ে দেখতে গেলে এর নেপথ্যে বিজেপির কারও মদত থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছে অনেকে।