বুধবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ভারতের হয়ে প্রথমবার একসঙ্গে খেলতে দেখা যাবে হার্দিক ও ক্রুণাল, দুই ভাইকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচ তাই পান্ডিয়া ভাইদের কাছে হতে চলেছে স্মরণীয়।
ভারতীয় ক্রিকেটে অতীতে এই দৃশ্য দু’বার দেখা গেছে। মহিন্দার অমরনাথ ও সুরিন্দার অমরনাথ, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের পর হার্দিক–ক্রুণাল থাকতে চলেছেন তালিকার তিনে।
হার্দিক ও ক্রুণাল আগেই একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে পারতেন। কিন্তু ইংল্যান্ডে টি২০ সিরিজে স্কোয়াডে থাকলেও ক্রুণালকে কোনও ম্যাচে খেলানো হয়নি। হার্দিক যদিও সিরিজের তিন ম্যাচেই খেলেছিলেন। ক্রুণাল আবার অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি২০ সিরিজের প্রত্যেক ম্যাচেই খেলেছিলেন। হার্দিক চোটের জন্য সেই সিরিজে ছিলেন না। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দু’জনেই আছেন স্কোয়াডে। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দুই ভাই থাকছেন প্রথম একাদশে।