‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হওয়ার পরেই মোদী সরকারের ঢালাও প্রশংসা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এমনকি দেশের ঐক্য বজায় রাখার চেষ্টায় কেন্দ্রের সরকার কোনও খামতি রাখছে না বলে সার্টিফিকেটও দিলেন সদ্য ভারতরত্ন হওয়া প্রণববাবু।
সাধারণতন্ত্র দিবসে এক সাংবাদিক বৈঠকে নাম না করে কেন্দ্রের মোদী সরকারের প্রশংসা করেন প্রণব মুখোপাধ্যায়। আইএমএফ-এর সাম্প্রতিক রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ‘পরপর দুবছর দ্রুত বৃদ্ধি পেয়েছে ভারতের অর্থনীতি। আগামী বছর আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। দেশের ঐক্য বজায় রাখার সর্বপ্রকার চেষ্টাও চালাচ্ছে কেন্দ্রীয় সরকার’। পাশাপাশি প্রণববাবু বলেন, ‘জীবনে অনেক কিছু পেয়েছি। দেশের এই সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত। জনগণকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি’।
এদিকে ভারতরত্ন সম্মানের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। এই সম্মানপ্রাপ্তির পেছনে আরএসএস-এর হাত আছে বলে সমালোচকদের একাংশের দাবি। জেডিএস নেতা দানিশ আলি বলেন, ‘আরএসএস-এর সদর দফতরে গিয়ে হেডগেওয়ারকে ‘ভূমিপুত্র’ বলায় ভারতরত্ন পেয়েছেন তিনি’। এক আপ নেতা টুইট করেছেন, ‘আরএসএস-এ একবার গেলেই ভারতরত্ন পাওয়া যায়’।
