সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতে কোহলিরা পৌঁছে গেছে নিউজিল্যান্ড। কিন্তু দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে যতই জিতুক না কেন, নিউজিল্যান্ডে এসে বিরাট কোহলিদের জেতাটা অতোটা সহজ হবে না বলেই মনে করছেন প্রাক্তন কিউই কোচ মাইক হেসন। বুধবার থেকে শুরু হতে চলা ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে কেন উইলিয়ামসন বাহিনীর জয়ের ঘোষণাই করছেন তিনি।
তবে দুই দলের মধ্যে এই ফরম্যাটে বিশেষ পার্থক্য নেই বলে মনে করেন হেসন। দুই দলই ৫০ ওভারের ফরম্যাটে ছন্দে রয়েছে। বিশ্বকাপের একাদশ নিয়ে চলছেও পরীক্ষা-নিরীক্ষা। এখনও চূড়ান্ত কোনো দলই চুড়ান্ত স্কোয়াড বেছে নিতে পারেনি। হেসন বলেছেন, ‘বিশ্বকাপের আগে কোথায় দাঁড়িয়ে আছে, তা দেখে নেওয়ার জন্য দুই দলের কাছেই এটা দারুণ সুযোগ। এই সিরিজ হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্ল্যাক ক্যাপসরা ৩-২ ব্যবধানে সিরিজ জিততেই পারে।’
হেসনের মতে লড়াই আসলে কিউই বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটাই আসল লড়াই হতে চলেছে। অবশ্য ভারতীয় স্পিনারদের কীভাবে নিউজিল্যান্ডের মিডল অর্ডার সামলায়, সেটাও খুব আগ্রহ নিয়ে দেখব।’ ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের কোচ ছিলেন হেসন।