বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র। সোমবার উত্তরবঙ্গ উৎসবে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি রাজনীতির কথা বলতাম না, কিন্তু আমার জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের কথা মনে পড়ে গেল, আমাদের তরফে সমস্ত কাজ শেষ, কিন্তু প্রকল্পের উদ্বোধনটি ঝুলে রয়েছে শুধুমাত্র কেন্দ্রের জন্য৷ ওরা কাজ করে না, শুধু রাজনীতি করে।’
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের কথা তুলে ধরেন মমতা। বলেন, ‘উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে৷ নতুন ব্রিজ তৈরি হয়েছে, ট্রাফিক সমস্যা মিটিছে৷ আরও নতুন ফ্লাইওভার তৈরির কাজ চলছে৷ এছাড়াও ২টি হিন্দী কলেজ তৈরি হয়েছে৷ একটি হিন্দী বিশ্ববিদ্যালয় তৈরির ভাবনা চলছে৷ শুধু তাই নয়, রিজিওনাল কানেকটিভিটির মধ্যে, মালদহে নতুন এয়ারপোর্ট কানেকশন হচ্ছে’৷ মমতা জানান, রেলমন্ত্রী থাকাকলীন তিনি যেমন উত্তরবঙ্গকে ঢেলে দিয়েছেন, তেমনই মুখ্যমন্ত্রী হয়ে সরকারে এসেও উত্তরবঙ্গকে সাজিয়েছেন সাধ্য মতো৷
২০১১ সালে ক্ষমতায় এসে ২০১২-তে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এই উৎসবে প্রতিবারই উত্তরবঙ্গের আটটি জেলার বিশিষ্ট আট জনকে পুরস্কার দেওয়া হয়৷ এবারও মমতা নিজে প্রাপকদের হাতে সেই পুরস্কার তুলে দেন৷
আজ সোমবারই উত্তরবঙ্গ উৎসবে যোগ দিতে শিলিগুড়ি এসেছেন মমতা৷ ২৫ জানুয়ারি কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর৷ ২২ তারিখ সমতল থেকে পাহাড়ে উঠবেন তিনি৷ দার্জিলিং-এ জিটিএ প্রধান বিনয় তামাং ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ এরপর ২৩ জানুয়ারি দার্জিলিং-এর ম্যালে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন মমতা৷
