আহমেদাবাদ : প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার সরাসরি প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার।(Central Government) জানা গেল, গত এক বছরে দেশের অসামরিক পরিবহণ ক্ষেত্রের নিরাপত্তার জন্য কেন্দ্র বরাদ্দ করেছে মাত্র ৬৫ কোটি টাকা! যা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সংসদীয় কমিটি। গত মার্চে রাজ্যসভায়, ভ্রমণ, পরিবহণ এবং সংস্কৃতি মন্ত্রক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি গত মার্চে সংসদে একটি রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে পরিষ্কার বলা হয়, অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে যে সুরক্ষা বাজেট বরাদ্দ করা হয়েছে, তা একেবারেই অপর্যাপ্ত।
Read More: ইরানের দিকে উড়েছে চিনের ‘রহস্যময়’ বিমান, যুদ্ধের পরিস্থিতিতে তেহরানের পাশে বেজিং!
ডিজিসিএ, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি তিন সংস্থা মিলিয়ে ২০২৪-২৫ বাজেটে বরাদ্দ করা হয়েছে মাত্র ৬৫ কোটি টাকা। এর মধ্যে ডিজিসিএ পেয়েছে ৩০ কোটি টাকা, এএআইবি পেয়েছে ২০ কোটি টাকা এবং ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি পেয়েছে মাত্র ১৫ কোটি টাকা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936013908482908462
উল্লেখ্য, যাত্রীসংখ্যার নিরিখে ভারতের অসামরিক বিমান পরিবহণ শিল্প বিশ্বের তৃতীয় বৃহত্তম। প্রতিবছর লক্ষ লক্ষ যাত্রী বিমানে যাতায়াত করেন। সেখানে নিরাপত্তার জন্য বরাদ্দ মাত্র ৬৫ কোটি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল খোদ সংসদীয় কমিটি। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি কেন্দ্র।(Central Government) বাজেটও বাড়ানো হয়নি। কেন্দ্রের অবহেলা ও গাফিলতিও এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী নয় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।