মুম্বই: রেলের বেহাল অবস্থার নিদান বারবার মিলছে। এবার মুম্বইয়ে বড়সড় দুর্ঘটনার সাক্ষী ট্রেনের যাত্রীরা।(Mumbai Local Train) চলন্ত ট্রেনে দরজায় ঝুলছিলেন! ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু কমপক্ষে ৫ জনের। জানা গিয়েছে, ৮থেকে ১২ জন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More: যোগীরাজ্যে বিছিয়ে প্রতারণার জাল! টেরিটোরিয়াল আর্মিতে চাকরি দেওয়ার নামে জালিয়াতি
সোমবার সকালে ব্যস্ত সময়ে ট্রেনে ভিড় ছিল বেশি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না। অনেকে ভিতরে ঢুকতে না-পেরে দরজায় ঝুলছিলেন। ট্রেনের দু’দিকের দরজাতেই অনেকে দাঁড়িয়েছিলেন। ট্রেন স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই তাঁরা হাত ফসকে ছিটকে পড়ে যান। আহতের অনেকের অবস্থাই সঙ্কটজনক। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, একটি লোকাল ট্রেন(Mumbai Local Train) যাওয়ার সময়েই উল্টো দিকের রাস্তা দিয়ে আরও একটি ট্রেন এসেছিল। প্রথম ট্রেনটিতে দরজার যাত্রীদের ভিড় ছিল। ট্রেনটি যাচ্ছিল কাসারার দিকে। সে সময়েই ৮থেকে ১২ জন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1931998130440208876
রেলের মুখপাত্র জানিয়েছেন, দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার উপর দিয়ে যাওয়ার সময় যাত্রিবাহী ট্রেন থেকে কয়েক জন পড়ে গিয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা, এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্রের দাবি, ট্রেনের ওই কামরায় অতিরিক্ত যাত্রী উঠে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন থেকে যাঁরা পড়ে গিয়েছেন, তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন।
প্রসঙ্গত, ট্রেনের দরজায় যাত্রীদের ভিড় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলা কিংবা মুম্বই সর্বত্রই ট্রেনের দরজায় অস্বাভাবিক ভিড় রোজই হয়। কিন্তু তাতেও রেলের পক্ষ থেকে এ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। ট্রেনের উপচে পড়া ভিড় এড়াতে যাত্রীদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ রেল। এবার সেই ব্যর্থতার কারণেই মুম্বইয়ের এই দুর্ঘটনা! পাশাপাশি ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।