পাঠানকোট : সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে গিয়ে ফের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে গ্রেফতার হলেন এক পাক অনুপ্রবেশকারী।(Pakistani Infiltrator) এবার ঘটনাস্থল পাঞ্জাবের পাঠানকোট।
Read More: ইলন মাস্কের ইস্তফার পর দফতরের কাজ এগোবেন কারা! স্পষ্ট জানাল হোয়াইট হাউস
বিএসএফের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। তার পরেই বিষয়টি নজরে পড়ে সীমান্তরক্ষী বাহিনীর। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয়েছে ওই অনুপ্রবেশকারীকে।(Pakistani Infiltrator) এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। অভিযুক্তকে নারোট জয়মাল সিংহ থানায় নিয়ে যাওয়া হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928422006115959037
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের নানা অংশে ভারত-পাক সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। সীমান্তে নজরদারিও বৃদ্ধি করেছে সেনা। মাসখানেকের মধ্যেই বেশ কয়েকবার ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ।