প্রতিবেদন : মঙ্গলবার রাতে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের এই প্রত্যাঘাত অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।(Operation Sindoor) বুধবার সকালে একটি ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “জয় হিন্দ, জয় ইন্ডিয়া।”
Read More: ফের সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহ, ঝড়বৃষ্টি কোন কোন জেলায়! জানাল হাওয়া অফিস
জঙ্গি হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ‘প্রিসিশন স্ট্রাইক’।(Operation Sindoor)

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “জয় হিন্দ, জয় ইন্ডিয়া।” প্রসঙ্গত, সর্বদল বৈঠকে সমস্ত দলের মতোই তৃণমূল আগেই জানিয়েছিল, প্রত্যাঘাত সংক্রান্ত যে কোনও সিদ্ধান্তে তারা কেন্দ্রের পাশেই থাকবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919768458721632424