কলকাতা : টানা কয়েকদিন বৃষ্টির জেরে আপাতত রাজ্যজুড়ে তাপমাত্রা নিম্নমুখী। আগামী ৪৮ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়। তবে হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেই বদলাবে আবহাওয়া। বাড়বে গরমের প্রকোপ।(Heatwave) তাপমাত্রা পেরোতে পারে ৪০ ডিগ্রির অঙ্ক।
Read More: আগামী বছরে এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষা, রুটিন প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের
গত এপ্রিলের শুরু থেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজ্যবাসী। মাসের শেষে খানিকটা হাওয়াবদল ঘটে। কলকাতা থেকে জেলা, সর্বত্রই বৃষ্টি স্বস্তি দিচ্ছে। তবে এই স্বস্তিও দীর্ঘস্থায়ী হবে না। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই বদলাবে আবহাওয়া।(Heatwave) শুক্রবার থেকে রবিবারের মধ্যে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919755539241959580
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়ার পরিবর্তন ঘটবে শুক্রবার থেকে। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গের এই তিন জেলাতে গরম ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে সপ্তাহান্তে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে। শিলাবৃষ্টির হতে পারে ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ, বিহারে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।