কলকাতা: অপেক্ষার আর একটি রাত! আগামীকাল, ৭ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল।(Higher Secondary Result) আশানুরূপ ফল হবে কিনা, তার দিকেই তাকিয়ে প্রতীক্ষায় পরীক্ষার্থীরা। এর মাঝেই ফলপ্রকাশের একদিন আগেই ফলের রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
Read More: “আপনাদের কারও গায়ে আঁচ লাগতে দেব না” ওয়াকফ ইস্যুতে আশ্বাস মমতার
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে।
পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা লাগবে।(Higher Secondary Result) সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই (তথ্যের অধিকার আইন) করতে পারবে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919698462721110373
উল্লেখ্য, প্রতি বছর পরীক্ষার নম্বরে সন্দেহ থাকলে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করে। কিন্তু রিভিউ বা স্ক্রুটিনির পরেও যে ফল আসে তাতে অনেকক্ষেত্রে সন্তুষ্ট হতে না পেরে আবার তারা আরটিআই-এর পথে হাঁটে। আরটিআই করে খাতা চ্যালেঞ্জ করে। তাতে কিছুক্ষেত্রে নম্বর বাড়েও। আবার অনেকক্ষেত্রে নম্বর কমেও যায়। তবে এই বছর রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআই নিয়ে এই জট কাটাতে নয়া সিদ্ধান্ত নিয়েছে সংসদ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই করতে পারবে না।