প্রতিবেদন : শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। সারা বাংলা জুড়েই জয়জয়কার মেয়েদের।(Woman Welfare)এসসি, এসটি, সংখ্যালঘু অর্থাৎ জাতি-ধর্ম নির্বিশেষ, সব ক্ষেত্রেই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি সংখ্যায় পরীক্ষা দিয়েছে এবছর। বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নারীকল্যাণমূলক(Woman Welfare)প্রকল্পগুলিই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার ছাপ পড়েছে মেধাতালিকাতেও।
Read More: কলকাতার রাস্তায় ধুঁকছে ঘোড়া, ছবি প্রকাশ্যে আসতেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ
এবারের মাধ্যমিক পরীক্ষায় কলকাতার একাধিক নামকরা স্কুলের পড়ুয়ারা থাকলেও বাজিমাত করেছে সেই জেলা। পাশের নিরিখে কলকাতাকে পেছনে ফেলে এগিয়ে রইল জেলাগুলি। মাধ্যমিকে এবছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে (৯৬.৪৬ শতাংশ), এরপর যথাক্রমে রয়েছে কালিম্পং (৯৬.০৯ শতাংশ), কলকাতা (৯২.৩০ শতাংশ) ও পশ্চিম মেদিনীপুর (৯০.৫২ শতাংশ)। মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন।

এপ্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, “এটি জীবনের প্রথম পদক্ষেপ। আগামী জীবনে এই সাফল্য আরও এগিয়ে নিয়ে যাবে। যারা সফল হয়নি তারাও যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে সেই জন্য শুভকামনা রইল।” একই সঙ্গে নির্বিঘ্নে পরীক্ষা হওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918613542359764995?s=19
চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬,৮২৭ জন বেশি। AA গ্রেড পেয়েছে মোট ১০,৬৫৯ জন। A+ পেয়েছে ২৫,৮২০ জন। A গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন।