কলকাতা: তিলোত্তমার রাস্তায় ঘোড়ার গাড়ি এক অন্যতম আকর্ষণ। শহর কলকাতার ঐতিহ্যমন্ডিত ইতিহাসকে বহনকারী এই ঘোড়ার গাড়ি নস্টালজিয়া। এখনও বহু মানুষ এই ঘোড়ার গাড়িতে চড়তে ভালোবাসেন। কিন্তু সেই ঘোড়াগুলিই যত্নহীন অবস্থায় পড়ে রয়েছে। ঘোড়াগুলির অবস্থা দেখে এবার সরব হয়েছে পেটা ইন্ডিয়া (PETA India)। এবার তা নিয়ে ব্যবস্থা নিতে সিদ্ধহস্ত পুলিশ।
Read More: দাবদাহের প্রকোপ কাটিয়ে স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে, পূর্বাভাস হাওয়া অফিসর
এক্স হ্যান্ডেলে পেটা ইন্ডিয়া(PETA India) একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গিয়েছে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কলকাতার রাস্তায় পড়ে রয়েছে একটি ঘোড়া। তাকে টানাটানি করে রাস্তা থেকে তোলার চেষ্টা চলছে। ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশুসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ এবং কলকাতা পুলিশকে মেনশন করা হয়েছে। রুগ্ন ঘোড়াগুলিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর আর্জি জানানো হয়। ঘোড়ার গাড়ির বদলে বৈদ্যুতিন যান চালুর দাবিও করা হয়।

জানা গিয়েছে, ঘোড়া প্রতিপালকদের অর্থের অভাবই ঘোড়াগুলির এহেন অবস্থার জন্য দায়ী৷ কলকাতার রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে শীর্ণ ঘোড়া। পেটা ইন্ডিয়ার এই আর্জির পরেই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশের। এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ভবানীপুর থানায় ঘোড়া প্রতিপালকের বিরুদ্ধে ভারতীয় পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। তবে ঘোড়াটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918610870718046490?s=19