কলকাতা : বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ।আইপিএলের(IPL )এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। চলতি আইপিএল মরসুমে এখনও অবধি তিনটে করে ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দু’টি দল। দুই দলই তাদের গত ম্যাচ হেরেছে। ফলত জয়ের রাস্তায় ফিরতে মরিয়া কেকেআর ও এসআরএইচ। গত বছর তিন বার মুখোমুখি হলেও কলকাতাকে হারাতে পারেনি হায়দরাবাদ। এবারের আইপিএলে (IPL)তাই সব হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। কেমন হতে পারে দুই দলের একাদশ? জেনে নেওয়া যাক।
Read More: ‘মানসিক চাপ নেবেন না’, চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর
গত ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করেছিল কলকাতা। সেই ম্যাচে দলে দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে নেমেছিল তারা। সঙ্গে ছিলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইডেনে প্রথমে ব্যাট করলে হয়তো কলকাতা সেই বোলিং আক্রমণ নিয়েই নামবে। পিচ বুঝে দলে এক জন পেসার বা স্পিনারকে দলে নেবে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল কলকাতার ব্যাটিং বিভাগ। তবে এখনই সেই বিভাগে কোনও পরিবর্তন করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। ফলে ইডেনেও ওপেন করতে নামতে পারেন সুনীল নারাইন এবং কুইন্টন ডি’কক। তিন নম্বরে নামতে পারেন অজিঙ্ক রাহানে। মিডল অর্ডার সামলানোর জন্য থাকবেন ফর্মে থাকা অঙ্গকৃশ রঘুবংশী। সেই সঙ্গে ফিনিশার হিসাবে রিঙ্কু সিংহ এবং রমনদীপ সিংহ রয়েছেন। ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907782014297846035?s=19
পাশাপাশি, বোলিং বিভাগে স্পেন্সার জনসনের পরিবর্তে অনরিখ নোখিয়া খেলতে পারেন। বাঁহাতি জনসন এখনও পর্যন্ত সে ভাবে দাগ কাটতে পারেননি। তাঁর সঙ্গে হর্ষিত রানা থাকবেন পেস আক্রমণ সামলানোর জন্য। প্রথমে বল করলে তাঁর সঙ্গে বৈভব অরোরাকে খেলাবে কলকাতা। স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী এবং নারাইন। ইডেনের পিচে যদি স্পিনারেরা সুবিধা পায় তা হলে বিদেশি পেসারের পরিবর্তে মইন আলিকে খেলাতে পারে কলকাতা। অন্যদিকে হায়দরাবাদের শক্তি তাদের ব্যাটিং লাইন আপ। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ওপেন করবেন। তিন নম্বরে থাকবেন ঈশান কিষাণ। সেই সঙ্গে নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, অঙ্কিত বর্মা এবং অভিনব মনোহর রয়েছেন। পেস বিভাগ সামলানোর জন্য রয়েছেন প্যাট কামিন্স এবং মহম্মদ শামি। আর রয়েছেন হর্ষল প্যাটেল। স্পিন বিভাগ সামলানোর জন্য থাকবেন জিশান আনসারি। অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা খেলবেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে।
কলকাতার সম্ভাব্য একাদশ:
সুনীল নারাইন, কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, হর্ষিত রানা, অনরিখ নোখিয়ে এবং বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অঙ্কিত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), জীশান আনসারি, হর্ষল প্যাটেল এবং মহম্মদ শামি। ইমপ্যাক্ট প্লেয়ার: অ্যাডাম জাম্পা।