ওয়াশিংটন: ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক (Reciprocal Tariffs)চাপানোর কথা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টেয় এই পারস্পরিক শুল্ক নিয়ে সবিস্তারে জানান ট্রাম্প। এদিনই জানানো হয়েছে, ভারত সহ একাধিক দেশের উপর চাপানো হয়েছে পারস্পরিক শুল্ক।
Read More: বৃহস্পতিবার ইডেনে হায়দরাবাদের মুখোমুখি নাইটরা – কেমন হতে পারে দুই দলের একাদশ, জেনে নিন
শুল্ক প্রয়োগের পদ্ধতি (Reciprocal Tariffs)নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। তবে কোন দেশের পণ্যে কত শুল্ক বসছে তা জানানো হয়েছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা দ্রব্যের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। ভারত, চিন, ব্রাজিল, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নয়া শুল্কনীতি চাপানো হয়েছে। আমেরিকা ছাড়া অন্য যে কোন দেশের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, যুক্তরাজ্য ১০%, থাইল্যান্ড ৩৬% এবং সুইৎজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানো হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907785521117409403?s=19
আমেরিকার অর্থনীতিবিদ ব্রায়ান কুলটন বলেন, “মার্কিন বাণিজ্য নীতিতে শুল্ক সংক্রান্ত এই পরিবর্তন দ্রুত কার্যকর হবে। যেখানে বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির হার ২.৬ শতাংশ থেকে কমে ২.৩ শতাংশ হয়েছে, সেখানে আমেরিকার মূল্যবৃদ্ধির হার কমেছে ১.৫ শতাংশ।”
উল্লেখ্য, মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের ঘোষণার পরেই ‘পাল্টা শুল্ক’ বা পারস্পরিক শুল্ক কার্যকর হয়ে যাবে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আমেরিকার জনগণের জন্য যাতে দুর্দান্ত একটি শুল্ক চুক্তি হয়, তার জন্য সারা দিন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কী রকম এবং কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।