কলকাতা: ফের মঙ্গলেও উত্তাল বিধানসভা।(Bengal Assembly)আবার কাগজ ছিঁড়ে ওয়াক আউট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। পদ্ম বিধায়কদের বিক্ষোভে বিধানসভা চত্বরে উত্তেজনা তুঙ্গে। গতকালের ঘটনার পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে ফেটে পড়ে বিজেপি। এরপর ফের মঙ্গলবার সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ নিয়ে ওয়াক আউট বিজেপির।
Read More: ‘এখনই কিছু বলছি না’ – ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ রোহিত
রাজ্যের সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ না করায় অশান্তির সূত্রপাত হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব নিয়ে জানান, আগেই এবিষয়ে আলোচনা করা হয়েছে। একই ইস্যুতে দ্বিতীয়বার আলোচনার কোনও কারণ নেই। এরপরেই অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শোরগোল শুরু করে বিজেপি।
এই ঘটনাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। সেই সময়ই বিধানসভার(Bengal Assembly) কার্যবিবরণীর কাগজ ছেঁড়েন বিজেপির বিধায়করা। এরপরই অধিবেশনে বিজেপি বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ দেন স্পিকার। তাতেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান শুভেন্দুরা। এরপরেই প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরে বিক্ষোভ শুরু করেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899405328544153755?s=19
এদিনের ঘটনার পরে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকী হুশিয়ারিও দেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “আমরা বিজেপির বিধায়কেরা প্রতিদিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায়(Bengal Assembly)ছিঁড়ব।” এই মর্মে আগামীকাল, বুধবার ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।