প্রতিবেদন : ছড়িয়েছিল তাঁর অবসরের গুঞ্জন। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলে সাংবাদিক সম্মেলনে এসে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রোহিত শর্মা।(Rohit Sharma) পরিষ্কার বলে দিয়েছিলেন, ওয়ানডে ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁর। এবার তিনি মুখ খুললেন ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা করার কোনও মানে নেই।
Read More: তাপসীর তৃণমূল যোগে কোণঠাসা শুভেন্দু, বঙ্গ বিজেপির অন্দরে বাড়ছে ভাঙন
এক সাক্ষাৎকারে রোহিত(Rohit Sharma) বলেছেন, “পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করছি। খুব বেশিদূর চিন্তাভাবনা করা আমার উচিত হবে না। এখন আমি ভালো খেলা এবং সঠিক মানসিকতার উপর জোর দিচ্ছি। ২০২৭ বিশ্বকাপ খেলব কি খেলব না, তা নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না। এই ধরনের বক্তব্যের কোনও মানে নেই।”
রোহিতের(Rohit Sharma) কথায়, “নিজের কেরিয়ার নিয়ে আমি ধাপে ধাপে এগিয়েছি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি এগোতে পছন্দ করি না। অতীতেও করিনি। আপাতত আমি আমার ক্রিকেট এবং দলের সঙ্গে সময় কাটানো উপভোগ করছি। আশা করছি, সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করবে। এটাই গুরুত্বপূর্ণ।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899403099468665333?s=19
পাশাপাশি, অধিনায়ক জানিয়েছেন, এমন একটা দল তৈরি করতে চেয়েছিলেন যাকে প্রতিপক্ষ কখনও হালকাভাবে দেখবে না। “অন্য দলগুলি আমাদের কীভাবে দেখবে, সে ব্যাপারে আমি কোনও কথা বলতে চাই না। আমি শুধু চাই, প্রতিপক্ষ যেন কখনও আমাদের হালকাভাবে না নেয়। পাঁচ উইকেট পড়ে গেলেও লড়াই করে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমাদের”, জানিয়েছেন তিনি।