কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ বিজেপির অন্দরে ভাঙন স্পষত দেখা যাচ্ছে। গতকাল, সোমবারই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন পদ্ম বিধায়ক তাপসী মণ্ডল। তাপসীর গেরুয়া শিবির ত্যাগের পরেই চাপে পড়েছেন শুভেন্দু অধিকারী।(SuvenduAdhikari) শুভেন্দুর গড় থেকে এই বিধায়কের ঘাসফুল শিবিরে যোগ আদতে বিজেপির অন্দরে তাঁর বিরুদ্ধে কূটনৈতিক ছককে জোরালো করেছে। সোমবার থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলের অন্দরেই শিবির তৎপর হয়েছে। এমনকী সূত্রের খবর বলছে, এহেন শুভেন্দু বিরোধী শিবির কিন্তু দিল্লির সিংহাসনেও খবর পাঠিয়েছে।
Read More: সকালে গেরুয়া শিবিরে, দুপুরেই যোগ তৃণমূলে! – তাপসীর সহসা উলটপুরাণে হতবাক বঙ্গ বিজেপি
জানা যাচ্ছে, তাপসী মণ্ডলকে গেরুয়া শিবিরে নিয়ে আসেন শুভেন্দু অধিকারীই।(Suvendu Adhikari) পাশাপাশি দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও তাপসীকে বসিয়েছিলেন তিনিই। কিন্তু এদিনের ঘটনার পরে দিল্লিতে শুভেন্দু বিরোধী খবর পৌঁছতে শুরু করেছে। দলীয় বিধায়কদের ধরে রাখতে অক্ষম শুভেন্দু, এহেন খবর পৌঁছে গিয়েছে দিল্লিতে। ৭৭ থেকে কমে ৬৫ হয়েছে বিধায়ক সংখ্যা। আবার, খোদ বিরোধী দলনেতার জেলায় বিধায়কের দলত্যাগে একাংশ প্রশ্ন তুলেছে, পূর্ব মেদিনীপুরে কি বিজেপি ক্রমশ কোণঠাসা হচ্ছে?
বঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মাঝেই বিজেপির অন্দর থেকে ঘাসফুল শিবিরে চলে আসা এই বিধায়ক চিন্তা বাড়িয়েছে পদ্ম শিবিরের। খবর আসছে দলে আরও ভাঙন হতে পারে। আরও অনেকেই তৃণমূলে যোগদান করতে পারেন। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে সোমবার রাতে ই-মেল করেছেন দলের সংখ্যাালঘু সেলের প্রাক্তন রাজ্যজ সহ-সভাপতি সামসুর রহমান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899379446307799088?s=19
সামসুর লিখেছেন, লিখেছেন, একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। তাঁদের ধরে রাখতে পারছেন না বিরোধী দলনেতা। ফলে পূর্ব মেদিনীপুর জেলার দলের বিধায়ক তৃণমূলে চলে যাওয়ায় গেরুয়া শিবিরের মধ্যে এদিন অনেকটাই চাপে পড়ে গিয়েছেন শুভেন্দু।(Suvendu Adhikari)