প্রতিবেদন : আরও একবার ফুটে উঠল বাংলার(bengal) প্রতি মোদী সরকারের অবহেলা ও তাচ্ছিল্যের প্রতিচ্ছবি। ইতিমধ্যেই ‘ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অব গ্রাম পঞ্চায়েতস’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজের জন্য রাজ্যকে সহজ শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। এই প্রকল্পে প্রকল্পের ৪০ শতাংশ টাকা দেবে রাজ্য আর বাকি ৬০ শতাংশ টাকা দেবে বিশ্ব ব্যাঙ্ক। কিন্তু ৩ হাজার ৪৮৩ কোটি টাকার এই প্রকল্পে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে।
Read More: নারী দিবসে বিশেষ ঘোষণা – সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও মহিলা সুরক্ষায় বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
বিগত ২০১৮ সালে চালু হওয়া মোদীর রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পের কার্যকারিতার বিবরণীর সঙ্গে রাজ্যের প্রস্তাবিত প্রকল্পের পাঠানো বিবরণীতে মাত্র দু’টি শব্দের মিল পাওয়া গিয়েছে। তা হল ‘ক্যাপাসিটি বিল্ডিং’। উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির সাহায্যে পঞ্চায়েতের সব স্তরকে আরও সমৃদ্ধ করে তুলতেই এই ‘ক্যাপাসিটি বিল্ডিংয়ের’ কথা রাখা হয়েছিল আইএসজিপি-৩’এর প্রকল্প বিবরণীতে। কিন্তু এতেই কেন্দ্র আপত্তি জানিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্যকে ‘অবজেকশন’ জানিয়ে ফাইল ফেরত পাঠিয়েছে মোদী সরকার। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, “আমরা প্রথম দু’টি পর্যায়ে ভালো কাজ করেছি বলেই বিশ্বব্যাঙ্ক তৃতীয় পর্যায়ের জন্য ঋণ দিতে রাজি হয়েছে। ভালো কাজ না হলে ওরা লোন দেয় না। সব কিছুই ঠিক ছিল। কিন্তু কেন্দ্র সামান্য ছাড়পত্রটুকু দিল না। অদ্ভুত ছুতো দেখিয়ে বাংলাকে ভাতে মারার নতুন কৌশল নিয়েছে ওরা। এটাও ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পের মতো রাজনৈতিক কারণ ছাড়া কিছু নয়।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1898358986132561926